শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। এ মূলমন্ত্র ধারণ করে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার প্রত্যাশায় উপজেলা রিসোর্স সেন্টার, পাইকগাছা, খুলনা যে যে সেবা দিয়ে যাচ্ছে....
* প্রাথমিক শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে বর্তমান সরকারের সমতাভিত্তিক ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে উপজেলা রিসোর্স সেন্টার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
* মানসম্মত শিক্ষা নিশ্চিত করণের জন্য মানসম্মত/দক্ষ শিক্ষকের বিকল্প নেই। আর এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি ২০১২ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ১৭ ধরনের ভিন্ন ভিন্ন বিষয়ে ৪৫৯৮ জন শিক্ষক কে বিভিন্ন মিয়াদে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধিতে/অর্জনে সহায়তা প্রদান করেছে।
* কোভিড-১৯ কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে অদ্যাবধি অত্র প্রতিষ্ঠানে কোন প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়নি। তবে অনলাইনের বিভিন্ন মাধ্যমে শিক্ষাকদের সাথে সার্বক্ষণিক প্রশিক্ষণ ও বিভিন্ন মাধ্যমে শিক্ষার্থীদের অনলাইনে পাঠদান সংক্রান্ত ভার্চুয়াল আলোচনা/মতবিনিময় চলমান রয়েছে।
* এছাড়া কোভিড-১৯ রিকোভারি প্লান অনুযায়ি শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম, বাড়ির কাজ, অভিভাবকদের সাথে যোগাযোগ,ওয়ার্কশীট বিতরণ, সংগ্রহ, মূল্যায়ণ, সংরক্ষণ ও গুগল মিটে পাঠদান মনিটরিং কাজ চলমান রয়েছে।
* পাঠসমীক্ষা কার্যক্রম সম্প্রসারণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
* ইউআরসি সংলগ্ন মানিকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীদের পারফরম্যান্স রেকর্ড ও বিদ্যালয় উন্নয়নে পরামর্শ প্রদান অব্যাহত রয়েছে।
* বার্ষিক কর্মপরিকল্পনা অনুযায়ি যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন জাতীয় দিবস উদযাপন, বৃক্ষরোপন কর্মসূচি, উপজেলা শিক্ষা কমিটি ও উপজীব্য পরিষদের মিটিং, চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টারের লিফলেট প্রণয়ন ও বিতরণ, স্বউদ্যোগে চাহিদাভিত্তিক প্রশিক্ষণের আয়োজন, কোভিড-১৯ সহ বিভিন্ন সচেতনতামূলক বিষয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অনলাইন/অফলাইনে উদ্ধুদ্ধকরণ সভা আয়োজনের জন্য পাইকগাছা উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে উপজেলা শিক্ষা অফিসের সাথে সমন্বয় করে নানাবিধ কার্যক্রম বাস্তবায়ন কাজ চলমান রয়েছে।