প্রাথমিক শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে বর্তমান সরকার সমতাভিত্তিক ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করণের জন্য মানসম্মত শিক্ষকের বিকল্প নেই। মানসম্মত শিক্ষক তৈরির লক্ষ্যে উপজেলা রিসোর্স সেন্টার, পাইকগাছা, খুলনা, ২০০৪ সাল থেকে কাজ করে যাচ্ছে। ২য় প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পে (পিইডিপি-২) শিক্ষকগণকে বিভিন্ন বিষয়ে ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি+ সদস্যদেরও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ৩য় প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পে ( পিইডিপি-৩) ২০১২-১৩ অর্থ বছরে ১২০ জন শিক্ষকে, ২০১৩-১৪ অর্থ বছরে ৩৬৫ জন শিক্ষককে, ২০১৪-১৫ অর্থ বছরে ১০৯০ জন শিক্ষককে, ২০১৫-১৬ অর্থ বছরে ৬৭৫ জন শিক্ষককে ২০১৬-১৭ অর্থ বছরে ৫১৫ জন শিক্ষককে, ২০১৭-১৮ অর্থ বছরে ৭৮৮ জন শিক্ষককে এবং ৪র্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পে ( পিইডিপি-৪) ২০১৮-১৯ অর্থ বছরে ২৫০ জন শিক্ষককে, ২০১৯-২০ অর্থ বছরে ৮৩৫ জন শিক্ষককে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কোভিড-১৯ এর কারণে ১৭ মার্চ ২০২০ থেকে সরাসরি প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা যায়নি তবে অনলাইনে শিক্ষকদের সাথে সার্বক্ষণিক প্রশিক্ষণ বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে। এছাড়া প্রতিমাসে ইন্সট্রাক্টর ৫ টি বিদ্যালয় ও সহকারী ইন্সট্রাক্টর ৭ টি বিদ্যালয় পরিদর্শন করে দেখেন যে, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকগণ তাদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান শ্রেণিকক্ষে পাঠদানের সময় প্রয়োগ করেন কিনা? এসময় তাদের পাঠদানের সক্ষমতা অর্জনে সহায়তা প্রদান করা হয়েছে। উপকরণ তৈরিতে শিক্ষকের দক্ষতা বৃদ্ধি পেয়েছে।