অনলাইন প্লাটফর্মের মাধ্যমে শিক্ষকদের জন্য বিষয়ভিত্তিক ও অন্যান্য প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা। সকল শিক্ষকের ছবিসহ আইডি কার্ড ও ডাটাবেইজ প্রণয়ন, ডিজিটাল হাজিরাসহ প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনা এবং অবকাঠামো নির্মাণ নিশ্চিত করার জন্য পদক্ষেপ গ্রহণে সহায়তা প্রদান করা। উপজেলার সকল বিদ্যালয়ে ঝরে পড়া ও স্কুল বহির্ভূত শিশুদের বিদ্যালয়ে আনায়ন এবং তাদের প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের জন্য সম্ভাব্য সকল উদ্যোগ গ্রহণ করা। সকল শিশুর জন্য সমতাভিত্তিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য সরকারের গৃহিত পদক্ষেপ বাস্তবায়নের পাশাপাশি স্থানীয় পর্যায়ে উদ্ভাবনী কার্যক্রম গ্রহণ করা। উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ সমীক্ষা কার্যক্রম সম্প্রসারন করা। প্রয়োজনীয় বরাদ্দপ্রাপ্তি সাপেক্ষে সকল শিক্ষককে শিক্ষায় তথ্য -প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা। কোভিড-১৯ পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকায় সবচেয়ে বেশি চাপ পড়েছে শিক্ষার্থীদের মনো-সামাজিক অবস্থার উপর। স্কুল খোলার পর শিক্ষার্থীদের মনো-সামাজিক অবস্থাকে যাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। যেমনঃ শিখন-শেখানো কার্যক্রম আনন্দদায়ক করা, নিজেকে জানা, আবেগ নিয়ন্ত্রণে রাখা, সহমর্মিতা দেখানো, জেন্ডার সংবেদনশীলতা বজায় রাখা, সকলের সাথে সৌহার্দপূর্ণ আচরণ করা, বুলিং বা টিজিং প্রতিরোধ করা, চাপ প্রশমন করা, বৈচিত্র্য ও ভিন্নতা, নিরাপদ আচরণ ইত্যাদি বিষয়ে শিক্ষকদের সাথে মতবিনিময় করা। শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে নানা ধরনের ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা। ট্রেনিং ট্রাকিং সফটওয়্যারে তথ্য এন্ট্রি করা। প্রশিক্ষণ কার্যক্রম চলাকালীন, বিদ্যালয় পরিদর্শনের সময় অনলাইন প্লাটফর্মে শিক্ষকদের সাথে শুদ্ধাচার, বাল্য বিবাহের কুফল, শিশু ও নারী পাচার, মাদক ও জঙ্গি বিরোধী কার্যক্রম সম্পর্কে আলোচনা করা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নির্ধারিত সকল প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষণের কাঙ্ক্ষিত ফলাফল/সূচক অর্জনে সহায়তা করা। পরিদর্শন ও একাডেমিক সুপারভিশন ফলপ্রসূ ও জোরদার করা। চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার লিফলেট প্রণয়নসহ প্রমাপ অনুযায়ি সাব-ক্লাস্টার প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করা। লেসন স্টাডি কার্যক্রম বিদ্যালয়ে পরিচালনায় সহযোগিতা ও পর্যবেক্ষণ করা। উর্দ্ধতন কর্তৃপক্ষের সকল নির্দেশনা বাস্তবায়নে বিদ্যালয়কে সহায়তা করা।