Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

একনজরে

মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে উপজেলা পর্যায়ে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরণের প্রশিক্ষণ প্রদানসহ, শিখন-শেখানো কাজ পর্যবেক্ষণ, চাহিদা ভিত্তিক সাবক্লাষ্টার তথ্যপত্র প্রণয়ন, শিখন-শেখানো কাজ পরিচালনায় শিক্ষকদের তাৎক্ষণিক সমস্যার সমাধানের জন্য উপজেলা পর্যায়ে নবতর সংযোজিত প্রতিষ্ঠান হলো উপজেলা রিসোর্স সেন্টার। ১৯৯৭ সাল থেকে বিভিন্ন সময়ে ৫০৫টি উপজেলা রিসোর্স সেন্টার প্রতিষ্ঠিত হয় নোরাড ও আইডিয়াল প্রকল্পের মাধ্যমে। ২০০৫ সালে প্রতিষ্ঠানটি জনবলসহ রাজস্বখাতে স্থানান্তরিত হয়। প্রতিষ্ঠানের মোট ৪ জন জনবল রয়েছে। নবম গ্রেডের ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা ১জন (ইন্সট্রাক্টর), দশম গ্রেডের ২য় শ্রেণির গেজেটেড কর্মকর্তা ১জন (সহকারী ইন্সট্রাক্টর), ১৬তম গ্রেডের ১ জন ডাটা এন্ট্রি  অপারেটর ও ২০তম গ্রেডের ১ জন নৈশপ্রহরীর সমন্বয়ে প্রতিষ্ঠানটি গঠিত। অত্র প্রতিষ্ঠানটি পাইকগাছা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শিক্ষক তৈরিতে সরকার ঘোষিত মানসম্মত ও সমতাভিত্তিক প্রাথমিক শিক্ষা নিশিচতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। মূলত এই প্রতিষ্ঠানটির লক্ষ্য ও উদ্দেশ্য হলো উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পাঠদানের ধারাবাহিক মানোন্নয়ন ও সক্ষমতা অর্জনের জন্য দূর্বলতা চিহ্নিত করে প্রশিক্ষণ প্রদান ও একাডেমিক সহায়তা প্রদান করা। বর্তমান সরকার ক্লাস রুমের ভিতর ও বাহিরে শিক্ষার্থীদের পাঠদানের মানোন্নয়নের জন্য প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা অর্জনে খুবই গুরুত্ব দিচ্ছে। আর এর ধারাবাহিকতায় উপজেলা রিসোর্স সেন্টার, পাইকগাছা, খুলনাতে ২০১২ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ১৭ ধরনের ভিন্ন ভিন্ন বিষয়ে ৪৫৯৮ জন শিক্ষকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।