Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকাণ্ড
প্রাথমিক স্তরের সকল শিক্ষার্থীর জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা বর্তমান শিক্ষা-বান্ধব সরকারের অন্যতম অঙ্গীকার। এ অঙ্গীকার বাস্তবায়নের জন্য সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। তন্মধ্যে পাঠদানের মানোন্নয়নে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। প্রাথমিক শিক্ষাায় সরকারের অগ্রাধিকার এখন জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (SDG) চতুর্থ লক্ষ্য ২০৩০ সালের মধ্যে মানসম্মত শিক্ষা বাস্তবায়ন। মার্চ ২০২০ পর্যন্ত মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে সরকার তাৎপর্যপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। কিন্তু ২০১৯ সালের ডিসেম্বর মাসে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসজনিত মহামারি সারাবিশ্বের মতো বাংলাদেশেও সর্বক্ষেত্রেে সংকটের সৃষ্টি করেছে। স্বাভাবিকভাবেই শিক্ষাক্ষেত্র তথা প্রশিক্ষণ কার্যক্রমেও এই মহামারির নেতিবাচক প্রভাব পড়ে। সংক্রমণ রোধ করে মানুষের জীবন রক্ষার জন্য সরকার ১৭ মার্চ,২০২০ থেকে প্রাথমিক বিদ্যালয়সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। ফলে করোনা সংকটে ৬৬০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৪৫০০০০ শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। তবে অনলাইনে শিক্ষকদের সাথে জুম প্লাটফর্মে সার্বক্ষণিক প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে মতবিনিময় অব্যাহত রয়েছে। নেপ কর্তৃক কোভিড-১৯ রিকোভারি প্ল্যান অনুযায়ি শিক্ষক-শিক্ষার্থীর কার্যক্রম, ওয়ার্কশীট বিতরণ, সংগ্রহ ও মূল্যায়ন কার্যক্রম, অভিভাবকদের সাথে যোগাযোগ ও গুগল মিটে পাঠদান মনিটরিং করা হচ্ছে। এছাড়া ইউআরসি সংলগ্ন মানিকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পারফরম্যান্স রেকর্ড সংরক্ষণ ও বিদ্যালয় উন্নয়নে যাবতীয় পরামর্শ প্রদান করা হচ্ছে। বার্ষিক কর্মপরিকল্পনা অনুযায়ি যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন জাতীয় দিবস উদযাপন,বৃক্ষ রোপণ কর্মসূচি, উপজেলা শিক্ষা কমিটির মিটিং, উপজেলা পরিষদের মিটিং, জেলার মাসিক সমন্বয় সভায় অংশগ্রহণ, স্বউদ্যোগে চাহিদাভিত্তিক প্রশিক্ষণের আয়োজন, কোভিড-১৯ সহ বিভিন্ন সচেতনতামূলক বিষয়ে শিক্ষক, শিক্ষার্থী, এসএমসি সদস্য,মা/ অভিভাবকদের অনলাইন/অফলাইনে উদ্ধুদ্ধকরণ সভার মাধ্যমে পাইকগাছা উপজেলার প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে নানাবিধ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।